BDIX Server বাংলাদেশী সার্ভার। এই সার্ভার বিশেষ করে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের ইন্টারনেট গতি বৃদ্ধির কাজে লাগে। এই সার্ভার দিয়ে ওয়েব হোস্টিং হোস্টিং সহ দেশের অভ্যান্তিরন ও আন্তর্জাতিক কাজে ব্যবহার হয়ে থাকে। এই সার্ভার ব্যবহারের ফলে দেশের ওয়েব সাইট ব্যবহারে গতি বৃদ্ধি পেয়েছে। এতে করে দেশীয় ইন্টারটেন সেবাদাতাদের অনেক সুবিধা হয়ে। আমাদের উদাহরন সরূপ একটি ধারনা নেয়া যায়।
আমাদের একটি ওয়েব সাইটের সার্ভার সিঙ্গাপুরের একটি সার্ভারে হোস্টিং করা আছে। এখন আমি যদি ওয়েবে প্রবেশ করতে যাই তবে আমাদের সিঙ্গাপুর হয়ে ঘুরে এসে তারপর সাইটে প্রবেশ করতে হবে। অন্যদিকে দেখুন দেশিও সার্ভার থাকলে কিন্তু ঘুরাঘুরির কোন প্রশ্নই আসেনা। আমরা দেশিও সার্ভারে সরাসরি যেতে পারি। যদিও সরাসরি বলতে একেবারে সরাসরি নয়। যেকোন সার্ভারে প্রবেশ করতে হলে অবশ্যই আমাদের আইএসপি’র মাধ্যেমে প্রবেশ করতে হবে।